Tuesday, 11 July 2017

আমি আজ হয়তো কিছু একটা পাওয়ার
জন্য
কাঁদছি। মনে হচ্ছে, সেই জিনিসটা
ছাড়া
আমার জীবন অর্থহীন।
পাঁচ বছর পরে যদি আজকের দিনটা
মনে
হয় তখন
আমার খুব হাসি পাবে! মন হবে, আমি
কতটা
বোকা ছিলাম!
আমি অন্যদের মত একই বিষয় নিয়ে
পরে
থাকতে
পছন্দ করিনা। আমি খুব দ্রুত নিজেকে
পরিবর্তন
করে ফেলতে পারি---

1 comment:

রাগে অভিমানে কত বার বলেছি, তুমি যদি আমাকে ভুলে থাকতে পারো তাহলে আমি কেন পারবো না... আজ এত কাল পর সেই দিন চলে এসেছে, তুমি হয়তো বা সত্যি ...