Thursday, 13 July 2017

যে সত্যিকারের ভালবাসতে
জানে.....
সে তার প্রিয় মানুষটির
কান্নাকে আপন
করে নিতে পারে।।
যে সত্যিকারের ভালবাসতে
জানে.....
সে হাজারো কষ্টের মাঝে সেই
মানুষটিকে সুখী রাখতে পারে।।
যে সত্যিকারের ভালবাসতে
জানে.....
সে কখনো তার ভালবাসার
মানুষটিকে
ছেড়ে যেতে পারে না !
আর যে মানুষটি ছেড়ে চলে যায়.....
সে কখনো ভালবাসার যোগ্য
ছিলো
না....!!!

No comments:

Post a Comment

রাগে অভিমানে কত বার বলেছি, তুমি যদি আমাকে ভুলে থাকতে পারো তাহলে আমি কেন পারবো না... আজ এত কাল পর সেই দিন চলে এসেছে, তুমি হয়তো বা সত্যি ...