Wednesday, 30 August 2017

রাগে অভিমানে কত বার বলেছি,
তুমি যদি আমাকে ভুলে থাকতে পারো তাহলে আমি কেন পারবো না...

আজ এত কাল পর সেই দিন চলে এসেছে,
তুমি হয়তো বা সত্যি এই ভুলে গেছো,
কিন্তু আমি হাজার বার বলেও আজ ও তোমাকে ভুলতে পারলাম না.
মনকে একবারের জন্য ও বুঝাতে পারলাম না ,
যে সময় চলে গেছে তাকে আর কখন ও ফিরে পাওয়া যাবে না....

জানি তোমাকে আর এই জীবনে পাওয়া যাবে না,
আজ তুমি অন্য কারো জীবন সঙ্গী,
তবুও জানি না কি আসায় আমি এখনও সেই রেললাইনে এ আসে বসে থাকি,
জাস্ট এক পলক দেখার নেশায়।

সুখ পাখি তুমি কি যান আজ কাল আমার দিন গুলো কেমন করে কাটছে..?
হয়তো বা জানো না...!

তুমি নেই তাতে কি সময় তো আর থেমে নেই,
এখনো ভুরের আলোয় পাখিরা গান গায়,
রাতের আঁধারে চাদরা এখনো হাসে,
শুধু একটু ভিন্ন এক সময় দুজন এক সাথে চাদ দেখতাম আর আজ আমি এক দেখি,
তাতে কি এমন আসে যায়....একটা ভালোবাসার মানুষের.....কিছুই না.....!!!

No comments:

Post a Comment

রাগে অভিমানে কত বার বলেছি, তুমি যদি আমাকে ভুলে থাকতে পারো তাহলে আমি কেন পারবো না... আজ এত কাল পর সেই দিন চলে এসেছে, তুমি হয়তো বা সত্যি ...