জীবন আমাকে অনেক কিছু দিয়েছে, কখনো কেঊ ভালোবেসে আগলে রেখেছে, কখনো সেই
ভালোবাসা আমাকে নিঃশেষ করেছে, কেওবা তার প্রয়োজনে ব্যাবহার করেছে। কখনো
বন্ধুরা অনেক সুখ দিয়েছে, কখনো ভালবাসার মানুষের চোখে অবহেলা দেখেছি। কখনো
কারো অসীম ভালোবাসায় নতুন জীবন পেয়েছি। জীবনে অনেক কিছু দেখেছি, খুব
প্রিয় মানুষের মৃত মুখ দেখেছি। কারো মুখে হাসি ফুটিয়েছি। তো কাওকে অনেক
কষ্ট দিয়েছি। দেনা পাওনার হিসেব এখন আর মিলাই না। চাওয়া পাওয়ার হিসেব
কসতে সাহস হয়না। সব কিছুই হয়ত পেয়েছি জীবন থেকে, শুধু পাইনি খুঁজে আমার
মাঝে লুকিয়ে থাকা আমি কে?
Tuesday, 11 July 2017
Subscribe to:
Post Comments (Atom)
রাগে অভিমানে কত বার বলেছি, তুমি যদি আমাকে ভুলে থাকতে পারো তাহলে আমি কেন পারবো না... আজ এত কাল পর সেই দিন চলে এসেছে, তুমি হয়তো বা সত্যি ...
-
ভালোবাসার মানুষের সাথে বিয়ে হবেনা প্রেমিকা জিজ্ঞেস করলো, আচ্ছা অন্য কারো সাথে আমার বিয়ে হয়ে গেলে কি করবে তুমি? ভুলে যাবো, ছেলেটা উত...
-
যে সত্যিকারের ভালবাসতে জানে..... সে তার প্রিয় মানুষটির কান্নাকে আপন করে নিতে পারে।। যে সত্যিকারের ভালবাসতে জানে..... সে হাজারো কষ্ট...
-
রাগে অভিমানে কত বার বলেছি, তুমি যদি আমাকে ভুলে থাকতে পারো তাহলে আমি কেন পারবো না... আজ এত কাল পর সেই দিন চলে এসেছে, তুমি হয়তো বা সত্যি ...
No comments:
Post a Comment