কেন যে তোমায়
বলতে গেলাম ভালবাসি
না হয় আজও থাকতে
তুমি আমার পাশাপাশি__
অসতর্ক অসময়ে ভুল করে
ভালবাসি বলতেই তুমি
দুরে সরে গেলে ভয়ে,
না হয় আজও থাকতে
তুমি আমার সিমানা ছুয়ে..
ভালবাসি এ কথাটি ভুল করেও বলতে
নেই,
ভালবাসা বেঁচে থাকে
ভালবাসাতেই............
বলতে গেলাম ভালবাসি
না হয় আজও থাকতে
তুমি আমার পাশাপাশি__
অসতর্ক অসময়ে ভুল করে
ভালবাসি বলতেই তুমি
দুরে সরে গেলে ভয়ে,
না হয় আজও থাকতে
তুমি আমার সিমানা ছুয়ে..
ভালবাসি এ কথাটি ভুল করেও বলতে
নেই,
ভালবাসা বেঁচে থাকে
ভালবাসাতেই............
No comments:
Post a Comment