Thursday, 13 July 2017

কেন যে তোমায়
বলতে গেলাম ভালবাসি
না হয় আজও থাকতে
তুমি আমার পাশাপাশি__
অসতর্ক অসময়ে ভুল করে
ভালবাসি বলতেই তুমি
দুরে সরে গেলে ভয়ে,
না হয় আজও থাকতে
তুমি আমার সিমানা ছুয়ে..
ভালবাসি এ কথাটি ভুল করেও বলতে
নেই,
ভালবাসা বেঁচে থাকে
ভালবাসাতেই............

No comments:

Post a Comment

রাগে অভিমানে কত বার বলেছি, তুমি যদি আমাকে ভুলে থাকতে পারো তাহলে আমি কেন পারবো না... আজ এত কাল পর সেই দিন চলে এসেছে, তুমি হয়তো বা সত্যি ...