Thursday, 13 July 2017

যদি ভুল করে
ভুলে যাওয়া যেতো,
তবে তোমায় ভুলে যেতাম ।
যদি অভিমান করে
দূরে যাওয়া যেতো,
তবে তোমায় ছেড়ে যেতাম ।
যদি ইচ্ছের জোরে
ঘৃণা করা যেতো তোমায়,
তবে তোমায় ঘৃণা করতাম ।
যদি কান্নার জলে
আমার সকল দুঃখ ধুয়ে যেতো,
তবে দু'চোখের জলে সাগর সৃষ্টি
করতাম ।
যদি আর একটিবার তোমায় কাছে
পেতাম,
তবে হৃদয়ের অবশিষ্ট ভালোবাসাটুকুও
তোমাকেই দিতাম

No comments:

Post a Comment

রাগে অভিমানে কত বার বলেছি, তুমি যদি আমাকে ভুলে থাকতে পারো তাহলে আমি কেন পারবো না... আজ এত কাল পর সেই দিন চলে এসেছে, তুমি হয়তো বা সত্যি ...