অনেক সপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে।।ভেবেছিলাম তোমায় নিয়ে আমার সপ্নের রাজ্যে
প্রবেশ করব।।যেখানে ভালোবাসায় ঘিরে থাকবে আমাদের চারপাশ।।কিন্তু আমি ভুলেই
গিয়েছিলাম যে সপ্ন,সপ্ন হয়েই থেকে যাবে তা সত্যি হবার নয়।।বুঝতে পারিনি
বেশি ভালোবাসা ভালো না।।বড্ড ভুল করে ফেলেছি তাইতো নিজে নিজেই কষ্ট
পাচ্ছি।।
Thursday, 13 July 2017
Subscribe to:
Post Comments (Atom)
রাগে অভিমানে কত বার বলেছি, তুমি যদি আমাকে ভুলে থাকতে পারো তাহলে আমি কেন পারবো না... আজ এত কাল পর সেই দিন চলে এসেছে, তুমি হয়তো বা সত্যি ...
-
ভালোবাসার মানুষের সাথে বিয়ে হবেনা প্রেমিকা জিজ্ঞেস করলো, আচ্ছা অন্য কারো সাথে আমার বিয়ে হয়ে গেলে কি করবে তুমি? ভুলে যাবো, ছেলেটা উত...
-
যে সত্যিকারের ভালবাসতে জানে..... সে তার প্রিয় মানুষটির কান্নাকে আপন করে নিতে পারে।। যে সত্যিকারের ভালবাসতে জানে..... সে হাজারো কষ্ট...
-
রাগে অভিমানে কত বার বলেছি, তুমি যদি আমাকে ভুলে থাকতে পারো তাহলে আমি কেন পারবো না... আজ এত কাল পর সেই দিন চলে এসেছে, তুমি হয়তো বা সত্যি ...
No comments:
Post a Comment