শুধু মুখে হাজারবার ভালোবাসি
বললেই কি ভালোবাসা
হয়??
ভালোবাসা জিনিসটা অদৃশ্য আবেগ।
এই আবেগের
ক্ষমতা অনেক বেশি। যদিও
বাস্তবতার কাছে পরাজিত
হয় মানুষের সত্যিকার ভালোবাসা।
তবে সত্যিই কি
পরাজিত হয়?? হয় না। বাস্তবতা
দুজনকে দুদিকে নিয়ে
গেলেও মনের মধ্যে জমানো
ভালোবাসা কিন্তু
ঠিকই থেকে যায় সেই মানুষটির জন্য।
কখনো
কমে না। বাহ্যিকভাবে দেখে হয়তো
মনে হয়
সে সব ভুলে গেছে, সুখে আছে। কিন্তু
তার
মনের ভেতরে ভালোবাসার মানুষটির
সমস্ত স্মৃতি
কখনো ভোলা যায় না। কাউকে বলাও
যায়না, আবার
সহ্যও করা যায় না।
শুধু সেই মানুষটির কথা ভেবে নির্ঘুম
রাত আর
নিরবে চোখের পানি ফেলতে হয় যা
শুধু বালিশটাই
জানে।
ভালোবাসি প্রমান করতে
হাজারবার ভালোবাসি বলতে
হয় না। সেই মানুষটির ছোট্ট ছোট্ট
স্বপ্ন,
চাওয়াগুলোর মূল্য দিলেই হয়।
ভালোবাসতে দামি
গিফট লাগেনা, ভালোবাসামাখাএকটু
কেয়ার, একটু সময়,
একটু সম্মান,একটু দায়িত্ববোধ,তার
পছন্দ
অপছন্দের দিকে একটু খেয়ালই যথেষ্ট।
কাউকে ভালোবাসলেই কি তাকে
কাছে পেতে
হবে???
কাউকে reall ভালোবাসলে তার
সুখটাই আসল। সে
যদি ভালো থাকে তাহলেই ভালো।
ভালোবাসার
মানুষটির সুখের জন্য নিজেকে সরিয়ে
আনা যদি
ভালো হয় তবে তাই ভালো। সেই
মানুষটির পাশে
প্রেমিক / প্রেমিকা নয় ভালো বন্ধু
হয়ে পাশে
থাকাই বা কম কিসের।
কথায় আছে কাউকে যদি সারাজীবন
কাছের মানুষ
হিসেবে পাশে রাখতে চাও তবে
প্রেম দিয়ে নয়
বন্ধুত্ব দিয়ে রাখো।
অনেকেই বলে প্রেম করবো মেয়ে
দেখে দাও, এটা কি কোন কথা??
প্রেম, ভালোবাসা সম্পূর্ণ মনের
ব্যাপার।
এটা কখনো জোর করে হয় না।
ভালোবাসা স্বর্গ
থেকে আসে। হঠাৎ করে মনের গহীনে
বিন্দু
বিন্দু ভালোলাগা শুরু হয়। তারপর
হয়তো ভালোবাসা
বললেই কি ভালোবাসা
হয়??
ভালোবাসা জিনিসটা অদৃশ্য আবেগ।
এই আবেগের
ক্ষমতা অনেক বেশি। যদিও
বাস্তবতার কাছে পরাজিত
হয় মানুষের সত্যিকার ভালোবাসা।
তবে সত্যিই কি
পরাজিত হয়?? হয় না। বাস্তবতা
দুজনকে দুদিকে নিয়ে
গেলেও মনের মধ্যে জমানো
ভালোবাসা কিন্তু
ঠিকই থেকে যায় সেই মানুষটির জন্য।
কখনো
কমে না। বাহ্যিকভাবে দেখে হয়তো
মনে হয়
সে সব ভুলে গেছে, সুখে আছে। কিন্তু
তার
মনের ভেতরে ভালোবাসার মানুষটির
সমস্ত স্মৃতি
কখনো ভোলা যায় না। কাউকে বলাও
যায়না, আবার
সহ্যও করা যায় না।
শুধু সেই মানুষটির কথা ভেবে নির্ঘুম
রাত আর
নিরবে চোখের পানি ফেলতে হয় যা
শুধু বালিশটাই
জানে।
ভালোবাসি প্রমান করতে
হাজারবার ভালোবাসি বলতে
হয় না। সেই মানুষটির ছোট্ট ছোট্ট
স্বপ্ন,
চাওয়াগুলোর মূল্য দিলেই হয়।
ভালোবাসতে দামি
গিফট লাগেনা, ভালোবাসামাখাএকটু
কেয়ার, একটু সময়,
একটু সম্মান,একটু দায়িত্ববোধ,তার
পছন্দ
অপছন্দের দিকে একটু খেয়ালই যথেষ্ট।
কাউকে ভালোবাসলেই কি তাকে
কাছে পেতে
হবে???
কাউকে reall ভালোবাসলে তার
সুখটাই আসল। সে
যদি ভালো থাকে তাহলেই ভালো।
ভালোবাসার
মানুষটির সুখের জন্য নিজেকে সরিয়ে
আনা যদি
ভালো হয় তবে তাই ভালো। সেই
মানুষটির পাশে
প্রেমিক / প্রেমিকা নয় ভালো বন্ধু
হয়ে পাশে
থাকাই বা কম কিসের।
কথায় আছে কাউকে যদি সারাজীবন
কাছের মানুষ
হিসেবে পাশে রাখতে চাও তবে
প্রেম দিয়ে নয়
বন্ধুত্ব দিয়ে রাখো।
অনেকেই বলে প্রেম করবো মেয়ে
দেখে দাও, এটা কি কোন কথা??
প্রেম, ভালোবাসা সম্পূর্ণ মনের
ব্যাপার।
এটা কখনো জোর করে হয় না।
ভালোবাসা স্বর্গ
থেকে আসে। হঠাৎ করে মনের গহীনে
বিন্দু
বিন্দু ভালোলাগা শুরু হয়। তারপর
হয়তো ভালোবাসা
No comments:
Post a Comment