Wednesday, 30 August 2017

রাগে অভিমানে কত বার বলেছি,
তুমি যদি আমাকে ভুলে থাকতে পারো তাহলে আমি কেন পারবো না...

আজ এত কাল পর সেই দিন চলে এসেছে,
তুমি হয়তো বা সত্যি এই ভুলে গেছো,
কিন্তু আমি হাজার বার বলেও আজ ও তোমাকে ভুলতে পারলাম না.
মনকে একবারের জন্য ও বুঝাতে পারলাম না ,
যে সময় চলে গেছে তাকে আর কখন ও ফিরে পাওয়া যাবে না....

জানি তোমাকে আর এই জীবনে পাওয়া যাবে না,
আজ তুমি অন্য কারো জীবন সঙ্গী,
তবুও জানি না কি আসায় আমি এখনও সেই রেললাইনে এ আসে বসে থাকি,
জাস্ট এক পলক দেখার নেশায়।

সুখ পাখি তুমি কি যান আজ কাল আমার দিন গুলো কেমন করে কাটছে..?
হয়তো বা জানো না...!

তুমি নেই তাতে কি সময় তো আর থেমে নেই,
এখনো ভুরের আলোয় পাখিরা গান গায়,
রাতের আঁধারে চাদরা এখনো হাসে,
শুধু একটু ভিন্ন এক সময় দুজন এক সাথে চাদ দেখতাম আর আজ আমি এক দেখি,
তাতে কি এমন আসে যায়....একটা ভালোবাসার মানুষের.....কিছুই না.....!!!

Thursday, 13 July 2017

যদি ভুল করে
ভুলে যাওয়া যেতো,
তবে তোমায় ভুলে যেতাম ।
যদি অভিমান করে
দূরে যাওয়া যেতো,
তবে তোমায় ছেড়ে যেতাম ।
যদি ইচ্ছের জোরে
ঘৃণা করা যেতো তোমায়,
তবে তোমায় ঘৃণা করতাম ।
যদি কান্নার জলে
আমার সকল দুঃখ ধুয়ে যেতো,
তবে দু'চোখের জলে সাগর সৃষ্টি
করতাম ।
যদি আর একটিবার তোমায় কাছে
পেতাম,
তবে হৃদয়ের অবশিষ্ট ভালোবাসাটুকুও
তোমাকেই দিতাম
কেন যে তোমায়
বলতে গেলাম ভালবাসি
না হয় আজও থাকতে
তুমি আমার পাশাপাশি__
অসতর্ক অসময়ে ভুল করে
ভালবাসি বলতেই তুমি
দুরে সরে গেলে ভয়ে,
না হয় আজও থাকতে
তুমি আমার সিমানা ছুয়ে..
ভালবাসি এ কথাটি ভুল করেও বলতে
নেই,
ভালবাসা বেঁচে থাকে
ভালবাসাতেই............
যে সত্যিকারের ভালবাসতে
জানে.....
সে তার প্রিয় মানুষটির
কান্নাকে আপন
করে নিতে পারে।।
যে সত্যিকারের ভালবাসতে
জানে.....
সে হাজারো কষ্টের মাঝে সেই
মানুষটিকে সুখী রাখতে পারে।।
যে সত্যিকারের ভালবাসতে
জানে.....
সে কখনো তার ভালবাসার
মানুষটিকে
ছেড়ে যেতে পারে না !
আর যে মানুষটি ছেড়ে চলে যায়.....
সে কখনো ভালবাসার যোগ্য
ছিলো
না....!!!
আমি আজ হয়তো কিছু একটা পাওয়ার
জন্য
কাঁদছি। মনে হচ্ছে, সেই জিনিসটা
ছাড়া
আমার জীবন অর্থহীন।
পাঁচ বছর পরে যদি আজকের দিনটা
মনে
হয় তখন
আমার খুব হাসি পাবে! মন হবে, আমি
কতটা
বোকা ছিলাম!
আমি অন্যদের মত একই বিষয় নিয়ে
পরে
থাকতে
পছন্দ করিনা। আমি খুব দ্রুত নিজেকে
পরিবর্তন
করে ফেলতে পারি---
শুধু মুখে হাজারবার ভালোবাসি
বললেই কি ভালোবাসা
হয়??
ভালোবাসা জিনিসটা অদৃশ্য আবেগ।
এই আবেগের
ক্ষমতা অনেক বেশি। যদিও
বাস্তবতার কাছে পরাজিত
হয় মানুষের সত্যিকার ভালোবাসা।
তবে সত্যিই কি
পরাজিত হয়?? হয় না। বাস্তবতা
দুজনকে দুদিকে নিয়ে
গেলেও মনের মধ্যে জমানো
ভালোবাসা কিন্তু
ঠিকই থেকে যায় সেই মানুষটির জন্য।
কখনো
কমে না। বাহ্যিকভাবে দেখে হয়তো
মনে হয়
সে সব ভুলে গেছে, সুখে আছে। কিন্তু
তার
মনের ভেতরে ভালোবাসার মানুষটির
সমস্ত স্মৃতি
কখনো ভোলা যায় না। কাউকে বলাও
যায়না, আবার
সহ্যও করা যায় না।
শুধু সেই মানুষটির কথা ভেবে নির্ঘুম
রাত আর
নিরবে চোখের পানি ফেলতে হয় যা
শুধু বালিশটাই
জানে।
ভালোবাসি প্রমান করতে
হাজারবার ভালোবাসি বলতে
হয় না। সেই মানুষটির ছোট্ট ছোট্ট
স্বপ্ন,
চাওয়াগুলোর মূল্য দিলেই হয়।
ভালোবাসতে দামি
গিফট লাগেনা, ভালোবাসামাখাএকটু
কেয়ার, একটু সময়,
একটু সম্মান,একটু দায়িত্ববোধ,তার
পছন্দ
অপছন্দের দিকে একটু খেয়ালই যথেষ্ট।
কাউকে ভালোবাসলেই কি তাকে
কাছে পেতে
হবে???
কাউকে reall ভালোবাসলে তার
সুখটাই আসল। সে
যদি ভালো থাকে তাহলেই ভালো।
ভালোবাসার
মানুষটির সুখের জন্য নিজেকে সরিয়ে
আনা যদি
ভালো হয় তবে তাই ভালো। সেই
মানুষটির পাশে
প্রেমিক / প্রেমিকা নয় ভালো বন্ধু
হয়ে পাশে
থাকাই বা কম কিসের।
কথায় আছে কাউকে যদি সারাজীবন
কাছের মানুষ
হিসেবে পাশে রাখতে চাও তবে
প্রেম দিয়ে নয়
বন্ধুত্ব দিয়ে রাখো।
অনেকেই বলে প্রেম করবো মেয়ে
দেখে দাও, এটা কি কোন কথা??
প্রেম, ভালোবাসা সম্পূর্ণ মনের
ব্যাপার।
এটা কখনো জোর করে হয় না।
ভালোবাসা স্বর্গ
থেকে আসে। হঠাৎ করে মনের গহীনে
বিন্দু
বিন্দু ভালোলাগা শুরু হয়। তারপর
হয়তো ভালোবাসা
অনেক সপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে।।ভেবেছিলাম তোমায় নিয়ে আমার সপ্নের রাজ্যে প্রবেশ করব।।যেখানে ভালোবাসায় ঘিরে থাকবে আমাদের চারপাশ।।কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম যে সপ্ন,সপ্ন হয়েই থেকে যাবে তা সত্যি হবার নয়।।বুঝতে পারিনি বেশি ভালোবাসা ভালো না।।বড্ড ভুল করে ফেলেছি তাইতো নিজে নিজেই কষ্ট পাচ্ছি।।

রাগে অভিমানে কত বার বলেছি, তুমি যদি আমাকে ভুলে থাকতে পারো তাহলে আমি কেন পারবো না... আজ এত কাল পর সেই দিন চলে এসেছে, তুমি হয়তো বা সত্যি ...